০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে আ’লীগ নেতা ইমন ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় রংপুর মহানগর কোতয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা ইমনের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ৩ অক্টোবর বৃহ¯পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোহেল রানা ইমনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুন নবী ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করতে দিন ধার্য করা হয়। গত ২৫ আগস্ট রংপুর কোতয়ালী থানায় হত্যা চেষ্টা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে জখম, অঙ্গহানি এবং হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো মমদেল হোসেনের মামা মো. কাশেম। ওই মামলায় গত ২ অক্টোবর বুধবার দিবাগত রাতে সোহেল রানা ইমনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মমদেল হোসেনসহ আরও অনেকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মমদেল হোসেনের বাম পাশের হাঁটুর নিচের অংশ এবং বাম হাতের তিনটি আঙুল কেটে ফেলা হয়। এঘটনায় গত ২৫ আগস্ট মমদেলের মামা মো. কাশেম বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জনপ্রিয় সংবাদ

রংপুরে আ’লীগ নেতা ইমন ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় রংপুর মহানগর কোতয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা ইমনের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ৩ অক্টোবর বৃহ¯পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোহেল রানা ইমনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুন নবী ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করতে দিন ধার্য করা হয়। গত ২৫ আগস্ট রংপুর কোতয়ালী থানায় হত্যা চেষ্টা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে জখম, অঙ্গহানি এবং হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো মমদেল হোসেনের মামা মো. কাশেম। ওই মামলায় গত ২ অক্টোবর বুধবার দিবাগত রাতে সোহেল রানা ইমনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মমদেল হোসেনসহ আরও অনেকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মমদেল হোসেনের বাম পাশের হাঁটুর নিচের অংশ এবং বাম হাতের তিনটি আঙুল কেটে ফেলা হয়। এঘটনায় গত ২৫ আগস্ট মমদেলের মামা মো. কাশেম বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।