বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৪ আগস্ট মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার নয় জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সব আসামীর মধ্যে পাঁচজনই গজারিয়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাছাড়া আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তবে আটকৃত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও উল্লেখ করার মতো কোনো পদ পদবী ছিল না।
রিয়াজুল হত্যা মামলার আসামিরা হলেন গজারিয়া থানা সাবেক ইউপি সদস্য মো.তোতা মিয়া বেপারী (৫২) আব্দুল মান্নান (৪২) নুরে আলম (৩৫) মিঠুন মোল্লা (৩৫) হারেছ মোস্তফা(৫৫)। এবং ডিবজল হত্যা মামলার আসামিরা হলেন মুন্সিগঞ্জ সদর থানা, সালাম মিয়া সানি (৫৭)। লৌহজং থানা,মো. জুয়েল হাওলাদার (৩৭)। পদ্মাসেতু উত্তর থানা মো. আবুল কাশেম (৫২) টংগীবাড়ী থানা মো. বাবুল দেওয়ান (৫৬)।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন মুন্সিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে। সদর থানা পুলিশি তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
রিয়াজুল নিহত হওয়ার ঘটনায় (১৯ আগস্ট) সোমবার রাত ১ টার দিকে সদর থানায় এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম। রাতে রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ অন্তত ৭ জন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২০৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ, গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রতিরোধের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হন। তারা হলেন- মতিন ফরাজীর পুত্র শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮), সিরাজ সরদারের পুত্র শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২) ও আলী আকবর মোল্লার পুত্র শ্রমিক সজল মোল্লা (৩১)। এরা সকলেই মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। এছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত শতাধিক ছাত্র-জনতা।
























