বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, অসহায়,দুস্হ,নির্যাতিত, নিপীড়িত ও ছিন্নমুল মানুষকে আইনি সহায়তা ও পুনর্বাসনে লক্ষে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র( আসক) ফাউন্ডেশন। ফরিদপুর এর কৃতি সন্তান মোঃ লোকমান প্রধান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনর কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক নিয়োগ পাওয়ায় ফরিদপুর জেলা কমিটি কর্তৃক উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আনিছুর রহমান চৌধুরী (সাবুল) এর সভাপতিত্বে ও ফরিদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় ফরিদপুর জেলা পরিষদ(স্বর্নকুটির)মার্কেটে আজ বিকাল ৫ টায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নব নির্বাচিত উপ-পরিচালক মোঃ লোকমান প্রধান।
কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর প্রধান উপদেষ্টা অরুপ চক্রবর্তীর উদ্ভোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
পর্যায় ক্রমে বক্তৃতা করেন ফরিদপুর জেলা কমিটির সম্মানিত মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আউয়াল সরদার,যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল,প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,ফরিদপুর সদর উপজেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক,মোঃ আনোয়ার হোসেন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার,সদরপুর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি আব্দুল লতিফ সিকদার,সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আছমত আলী খলিফা প্রমুখ।
বক্তারা মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও একনিষ্ঠ হওয়া সহ দুস্থ ও অসহায়ের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।
























