১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের গজারিয়ার গানের মধ্যে ৪জনকে কুপিয়ে জখম

মুন্সিগঞ্জের গজারিয়ার পূর্বশত্রুতার জেরে গানের মধ্যে ৪ জনকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।জানা যায়, গতকাল শনিবার ৫অক্টবর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ৪জনকে ফিল্মি স্টাইলে গানের মধ্যে কুপিয়ে আহত করেছে একি গ্রামের প্রতিপক্ষ দল।
এ সময় এক জনের মাথায় এবং হাত পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তক্ষরণ করা সহ মোঃজামাল মিয়ার(৬০)নামে একজনের হাত থেকে কব্জি কুপিয়ে আলাদা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনা আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়, সকিব মিয়া(২৪),পিতা বাছেদ মিয়া,জামাল মিয়া(৬০),মুক্তার হোসেন(৪৫) উভয়ের পিতা গর্জন মিয়া,সহ হামিম(১৭) আহত হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে,  প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের আঘাতের অবস্থা গুরুত্বর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কলেজ মেডিকেল পাঠানো হয়।
জামাল মিয়া জানান,আমাদের বাড়ির ভাই বাতিজাদের সঙ্গে প্রতিপক্ষ সজিব,জাহাগীর,হজলক,বাবু,লাভলু,
হাসান এদের পূর্বের জামেলা চলতেছিল।,
আমি কিছু জানিনা আমি কিছু বলিও না।হঠাৎ সজিব   এসে আমার হাতে কুপ দিয়ে হাতের কব্জি ফেলে দিছে,আমার এনদা কিছু নেই।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান জানান,বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা দুঃখজনক।খবর পাওয়ার পরপর ঘটনা স্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে সহায়তা করে।অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে,সেখানে পুলিশ রেয়েছে।
জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জের গজারিয়ার গানের মধ্যে ৪জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
মুন্সিগঞ্জের গজারিয়ার পূর্বশত্রুতার জেরে গানের মধ্যে ৪ জনকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।জানা যায়, গতকাল শনিবার ৫অক্টবর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ৪জনকে ফিল্মি স্টাইলে গানের মধ্যে কুপিয়ে আহত করেছে একি গ্রামের প্রতিপক্ষ দল।
এ সময় এক জনের মাথায় এবং হাত পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তক্ষরণ করা সহ মোঃজামাল মিয়ার(৬০)নামে একজনের হাত থেকে কব্জি কুপিয়ে আলাদা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনা আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়, সকিব মিয়া(২৪),পিতা বাছেদ মিয়া,জামাল মিয়া(৬০),মুক্তার হোসেন(৪৫) উভয়ের পিতা গর্জন মিয়া,সহ হামিম(১৭) আহত হয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে,  প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের আঘাতের অবস্থা গুরুত্বর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কলেজ মেডিকেল পাঠানো হয়।
জামাল মিয়া জানান,আমাদের বাড়ির ভাই বাতিজাদের সঙ্গে প্রতিপক্ষ সজিব,জাহাগীর,হজলক,বাবু,লাভলু,
হাসান এদের পূর্বের জামেলা চলতেছিল।,
আমি কিছু জানিনা আমি কিছু বলিও না।হঠাৎ সজিব   এসে আমার হাতে কুপ দিয়ে হাতের কব্জি ফেলে দিছে,আমার এনদা কিছু নেই।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান জানান,বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা দুঃখজনক।খবর পাওয়ার পরপর ঘটনা স্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে সহায়তা করে।অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে,সেখানে পুলিশ রেয়েছে।