০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত কারিগররা

Oplus_131072

বগুড়ায় মন্ডপে মন্ডপে দেবী দুর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগরদের হাতের শৈল্পিক ছোয়ায় জীবন্ত হয়ে উঠেছে প্রতিমা। এদিকে আয়োজকরাও মন্ডপে পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বগুড়া পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলায় এবার ৬২৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বগুড়া সদরে ১১৭টি, শিবগঞ্জে ৫৩টি, আদমদিঘীতে ৬৩টি, দুপচাঁচিয়ায় ৪০টি, কাহালুতে ২৭টি, নন্দীগ্রামে ৪৫টি, শাজাহানপুরে ৪৮টি, গাবতলীতে ৬৩টি, সোনাতলায় ৩৫টি, শেরপুরে ৮৬টি, ধুনটে ২৮টি ও সারিয়াকান্দিতে ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি মন্ডপে থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা।

জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র তিনদিন বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্ডপে মন্ডপে দেবী দুর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর বিজয় দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবছর দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে ও গমন করবেন গজ বা হাতিতে। এই বিশেষ ক্ষণের জন্য দিন গুণছেন ভক্ত অনুরাগীরা। বগুড়া জেলার বিভিন্ন উপজেলার মন্ডপে চলছে নানান প্রস্তুতি। সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকারেশনসহ অন্যান্য কাজগুলো এগিয়ে চলছে।

বগুড়া শহরের উত্তর চেলাপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির প্রাঙ্গণে বিশ্বকর্মা প্রতিমা তৈরির কারখানায় এবছর ১৯টি প্রতিমা তৈরি করা হয়েছে। এখান থেকে বগুড়াসহ আশেপাশের উপজেলা প্রতিমা বিক্রি করা হয়ে থাকে।

কারখানার সত্ত্বাধিকারী কাজল চন্দ্র প্রামানিক জানান, অর্ডারমত প্রতিমায় রঙের ও অলংকরণের কাজ শেষের দিকে। এখন ডেলিভারি দেয়া হচ্ছে। এবার প্রতিমা বানানোর খরচ আগের চেয়ে বেশি। তিনি বলেন, এবার ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত প্রতিমা বিক্রি করা হচ্ছে।

বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়া পৌর এলাকায় এবার ৭৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করণে সিসিটিভি লাগানোর জন্য বলা হয়েছে। প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে। ২০২৪ সালের দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা জানান, মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ছাড়াও প্রতিটি পূজা মন্ডপে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়াও থাকবে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্যরাও টহল দিবেন।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত কারিগররা

আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

বগুড়ায় মন্ডপে মন্ডপে দেবী দুর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগরদের হাতের শৈল্পিক ছোয়ায় জীবন্ত হয়ে উঠেছে প্রতিমা। এদিকে আয়োজকরাও মন্ডপে পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বগুড়া পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলায় এবার ৬২৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বগুড়া সদরে ১১৭টি, শিবগঞ্জে ৫৩টি, আদমদিঘীতে ৬৩টি, দুপচাঁচিয়ায় ৪০টি, কাহালুতে ২৭টি, নন্দীগ্রামে ৪৫টি, শাজাহানপুরে ৪৮টি, গাবতলীতে ৬৩টি, সোনাতলায় ৩৫টি, শেরপুরে ৮৬টি, ধুনটে ২৮টি ও সারিয়াকান্দিতে ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি মন্ডপে থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা।

জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র তিনদিন বাকি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্ডপে মন্ডপে দেবী দুর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর বিজয় দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবছর দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে ও গমন করবেন গজ বা হাতিতে। এই বিশেষ ক্ষণের জন্য দিন গুণছেন ভক্ত অনুরাগীরা। বগুড়া জেলার বিভিন্ন উপজেলার মন্ডপে চলছে নানান প্রস্তুতি। সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকারেশনসহ অন্যান্য কাজগুলো এগিয়ে চলছে।

বগুড়া শহরের উত্তর চেলাপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির প্রাঙ্গণে বিশ্বকর্মা প্রতিমা তৈরির কারখানায় এবছর ১৯টি প্রতিমা তৈরি করা হয়েছে। এখান থেকে বগুড়াসহ আশেপাশের উপজেলা প্রতিমা বিক্রি করা হয়ে থাকে।

কারখানার সত্ত্বাধিকারী কাজল চন্দ্র প্রামানিক জানান, অর্ডারমত প্রতিমায় রঙের ও অলংকরণের কাজ শেষের দিকে। এখন ডেলিভারি দেয়া হচ্ছে। এবার প্রতিমা বানানোর খরচ আগের চেয়ে বেশি। তিনি বলেন, এবার ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত প্রতিমা বিক্রি করা হচ্ছে।

বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়া পৌর এলাকায় এবার ৭৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করণে সিসিটিভি লাগানোর জন্য বলা হয়েছে। প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে। ২০২৪ সালের দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা জানান, মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ছাড়াও প্রতিটি পূজা মন্ডপে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়াও থাকবে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্যরাও টহল দিবেন।