০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হৃদয় ও ফরহাদকে ছাড়াই ক্লাসে ফিরলেন সহপাঠীরা

গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরোদমে শুরু হয়েছে ক্লাস ও একাডেমিক কার্যক্রম। বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন ছাড়া শ্রেণি কক্ষে ফিরলেন সহপাঠী বন্ধুরা।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইতিহাস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে  সামনের সারিতে হৃদয় ও ফরহাদের ছবি রেখে তাদেরকে স্মরণ করা হয়।

হৃদয় ও ফরহাদের শূন্যতা অনুভব করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল বলেন, সব কিছু আছে কিন্তু সেই প্রাণচঞ্চল হৃদয় ও ফরহাদ নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। যতদিন বেঁচে থাকবো তাদেরকে আমরা আমাদের হৃদয়ে লালন করবো। ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থী তাদেরকে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ আমরা কখনও ভুলতে পারবোনা।

হৃদয়ের সহপাঠী এনামুল হক বলেন, ৩ বছর আমরা হৃদয়ের সঙ্গে ক্লাস করেছি, আড্ডা দিয়েছি। ক্যাম্পাসে সময় কাটিয়েছি। কিন্তু হৃদয় আজ আমাদের মাঝে নেই।  শুধু আজকে না, প্রতিদিনই আমরা হৃদয়ের শূন্যতা অনুভব করি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৩ জুলাই চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে শহীদ হন হৃদয় তরুয়া।  অপরদিকে গত ৪ আগস্ট নিজ এলাকা মাগুরায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফরহাদ হোসেন। হৃদয় ছিলেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফরহাদ দ্বিতীয় বর্ষের।

জনপ্রিয় সংবাদ

রংপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

হৃদয় ও ফরহাদকে ছাড়াই ক্লাসে ফিরলেন সহপাঠীরা

আপডেট সময় : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরোদমে শুরু হয়েছে ক্লাস ও একাডেমিক কার্যক্রম। বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন ছাড়া শ্রেণি কক্ষে ফিরলেন সহপাঠী বন্ধুরা।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইতিহাস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে  সামনের সারিতে হৃদয় ও ফরহাদের ছবি রেখে তাদেরকে স্মরণ করা হয়।

হৃদয় ও ফরহাদের শূন্যতা অনুভব করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল বলেন, সব কিছু আছে কিন্তু সেই প্রাণচঞ্চল হৃদয় ও ফরহাদ নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। যতদিন বেঁচে থাকবো তাদেরকে আমরা আমাদের হৃদয়ে লালন করবো। ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থী তাদেরকে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ আমরা কখনও ভুলতে পারবোনা।

হৃদয়ের সহপাঠী এনামুল হক বলেন, ৩ বছর আমরা হৃদয়ের সঙ্গে ক্লাস করেছি, আড্ডা দিয়েছি। ক্যাম্পাসে সময় কাটিয়েছি। কিন্তু হৃদয় আজ আমাদের মাঝে নেই।  শুধু আজকে না, প্রতিদিনই আমরা হৃদয়ের শূন্যতা অনুভব করি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৩ জুলাই চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে শহীদ হন হৃদয় তরুয়া।  অপরদিকে গত ৪ আগস্ট নিজ এলাকা মাগুরায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফরহাদ হোসেন। হৃদয় ছিলেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ফরহাদ দ্বিতীয় বর্ষের।