খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলা ও মহাজনপাড়া, পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন দোকান পাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট, অগ্নিসংযোগ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল নির্দেশে ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার রাতে আনুমানিক ৯টার পরে আসামী ১। লুৎফর রহমান (৪৫), পিতা: মৃত মতিউর রহমান – মতিন সুবেদার, ২। মোঃ নূর মোহাম্মদ, পিতা: মৃত ছাদেক আলী উভয় সাং-(এপিবিএন মুসলিম পাড়া), ৩। মোঃ ইসমাইল হোসেন, পিতা: মোঃ আব্দুল হালিম, ৪। শাহাজাদায়ে ইমরান চৌধুরী (৩৪), পিতা: নুর হোসেন চৌধুরী এবং ৫। মোঃ কামরুল (৩৫), পিতা: মোঃ আনোয়ার হোসেন উভয় সাং-শালবন গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
























