ভোলায় পৃথক ২টি অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ (৭ অক্টোবর) সোমবার ভোরে কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) ও মোঃ কামাল (৫০) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী ও কোস্ট গার্ড।
কোস্টগার্ড জানায়, ১৭ বছর যাবৎ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও যুগ্মসম্পাদ – বিপ্লব এবং নকিব চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে গ্রেপ্তারকৃতরা ভোলা জেলার সদর উপজেলার-বৃহত্তর ইলিশা, কাচিয়া, মাঝের চর, তুলাতুলি, নাছির মাঝি, চর আনন্দ, মৌজ চৌধুরী ল ঘাট, নোয়াখালী এলাকার মেঘনা নদীতে এবং ভোলার বিভিন্ন চরে মোঃ কামালের নেতৃত্বে একটি ডাকাত দল-জেলে নৌকা-ট্রোলারে ডাকাতি,গরু চুরি এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ, বিভিন্ন খেয়া ঘাট, ল ঘাট, জেলেদের নৌকা-ট্রোলার,বলগেটের সুকানিদের জিম্মি করে চাদাবাজি,জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড ওইসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে,ঘটনার সত্যতা পেয়ে (৭ অক্টোবর) সোমবার ভোর রাতে ভোলার কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং ইলিশা ইউরিয়নের ব্যাপারী বাড়িতে ২টি পৃথক অভিযান পরিচালনা ২টি আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কামাল (৫০) এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী ও সন্ত্রাসী মোসলেহ উদ্দিন পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যাপারী বাড়ির বাসিন্দা। মোসলেহ উদ্দিন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোয়ার মাষ্টারে ছোট ভাই।
























