মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তজার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ দুর্নীতি অভিযোগে পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থী ও সহকারী শিক্ষক মন্ডলী বৃন্দ।
২ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শ্রেণিকক্ষে অবরুদ্ধ অধ্যক্ষ কে উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায় কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং সহকারী শিক্ষক মন্ডলীদের অংশগ্রহণে অধ্যক্ষ পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল কলেজ থেকে শুরু করে ভাবেরচর বাজার এলাকায় পৌঁছালে কতিপয় লোকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের কে বাধা দেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের কে বাধা প্রদান কেন্দ্র করে ক্ষুব্দ শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী কলেজ আঙ্গিনায় এসে অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তজাকে একটি শ্রেণিকক্ষে আটকে পদত্যাগ দাবিতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
সহকারি প্রভাষক জালাল উদ্দিন জানান অর্থ আত্মসাৎ কারী মোনতাজ উদ্দিন মর্তুজা কলেজ তহবিল থেকে নানা রকম দুর্নীতির মাধ্যমে অর্ধ কোটির টাকা অন্যায় ভাবে হাতিয়ে নিয়েছে। অধ্যক্ষর নানারকম দূশাসন ও টাকা আত্মসাৎ এর কারনে কলেজ শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী ভিন্ন ভিন্ন সময়ে বিষয়ে উপজেলা প্রশাসন বরাবর তদন্তের আবেদন দিয়েছে। টাকা আত্মসাৎ ও অনিয়ম সংক্রান্ত বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
দুর্নীতিবাজ অধ্যক্ষ কে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে।
খবর পেয়ে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
এসময়ে গণমাধ্যম কর্মীদের জানান বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীদের আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ২০২৪ নতুন গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করা হয়েছে। গভর্নিং বডির সভাপতি এর সাথে যোগাযোগ করে একদিনের মধ্যে অভিযুক্ত অধ্যক্ষর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার ফলাফল জানানো হবে।
























