ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলওয়ে নদীরপাড় কলোনীতে বসবাসরত ভূমিহীন পরিবারদের পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন করেছে রেলওয়ে নদীরপাড় কোলোনী ভূমিহীন নাগরিকবৃন্দরা।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে নগরীর কেওয়াটখালী রেলওয়ে ব্রিজ এলাকায় প্রায় শতাধিক পরিবারের সদস্যরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হেসেন, মোঃ জাফর আহমেদ, রহিমা খাতুন, ফিরোজা বেগম ও শ্রী প্রদীপ চন্দ্র বর্মনসহ প্রমুখ।
এসময় ভূমিহীন পরিবার তাদের দাবি উত্থাপন করে বক্তব্যে বলেন, আমরা প্রায় শতাধিক পরিবার রেলওয়ে কলোনী নদীর পাড়ে পরিদপ্ত জায়গায় অর্থাৎ নদীর পাড়ে দীর্ঘ ৫০ বছর যাবত বসবাস করে আসছি।
বিগত সময়ে আমরা সকলেই ওখানে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি।
আমাদের তিনবেলা দুমুঠো ভাত খাবারের ব্যবস্থা করাই কষ্ট হয়ে যায়। তাছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত টাকাও নেই, কোথায় বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকব। কিন্তু দুর্ভাগ্য আমাদের বসতির উপর দিয়ে কেওয়াটখালী স্টিল আর্চ সেতু নির্মাণ করা হবে। সেতু কর্তৃপক্ষ ও এনজিও প্রতিনিধিরা আমাদেরকে আশ্বস্ত করেছিল, একটা বিকল্প ব্যবস্থা করে আমাদেরকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা হবে। কিন্তু কর্তৃপক্ষ আগামী ১৪ অক্টোবরের মধ্যে আমাদেরকে নিজ খরচে জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। এখন আমরা নিরুপায়, আমাদের যাওয়ার মত কোন জায়গা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়ে ভূমিহীন পরিবারের সদস্যরা বলেন, আমরা যেহেতু গরীব, এখানে দীর্ঘদিন যাবত বসবাস করছি, তাই আমাদেরকে বিকল্প একটি জায়গার ব্যবস্থা করে তারপর আমাদেরকে এখান থেকে অন্যথায় স্থানান্তর করা হউক। এ সময় উপস্থিত ছিলেন দুই শতাধিক কেওয়াটখালী নদীরপাড় ভূমিহীন নারী-পুরুষ পরিবারের সদস্যরা অংশনেন।
























