০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ অক্টোবর (সোমবার) দুপুরে উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান।
গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন ওরফে তোফা মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।
জানা যায়, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যার চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

নওগাঁ মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ অক্টোবর (সোমবার) দুপুরে উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান।
গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন ওরফে তোফা মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।
জানা যায়, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যার চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।