যশোরে বাবা হানিফ মোল্যাকে (৫৫) কুপিয়ে পেটের ভুঁড়ি বের করে ফেললেন ছেলে শরিফুল ইসলাম। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত
আব্দুল হানিফ সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার মৃত গহর মোল্যার ছেলে। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর খুলনায় রেফার্ড করা হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, ঘটনার রাতে হানিফ মোল্যা পোতা ছেলেকে আনার জন্য ছেলে শরিফুল ইসলামের ঘরে যায়। কিন্তু বাধ সাধে শরিফুল। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ এ সময় শরিফুল ক্ষুব্ধ হয়ে
বাবা হানিফ মোল্যার মাথা ও পেটে হাসুয়া দিয়ে কোপ দেয়। আঘাতে তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে দায়িত্বরত সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানিয়েছেন, আহত হানিফ মোল্যার মাথা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আঘাতে পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
























