নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ বিল্লাল হোসেন সাগর (২৫) নামে এক ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৯ অক্টোবর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী নিশ্চিত করে বলেন, ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিস এলাকার একটি গ্যারেজ থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত বিল্লাল হোসেন সাগর বাড়ীমজলিশ এলাকার বাহাউদ্দিনের ছেলে। তার নামে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
























