১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহমীনা শৈলীর চোখে স্যাকরার তাঁতী বাজার

ঢাকায় শুরু হচ্ছে ‘স্যাকরার তাঁতী বাজার’– তাহমীনা শৈলী’র চোখে এক দশকের তাঁতী বাজার শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীটির কিউরেটরও তিনি। অনুষ্ঠিত হবে দ্বীপ গ্যালারি (১/১ ব্লক-ডি, লালমাটিয়া)। ১০ অক্টোবর বিকেল ৫টায় এর উদ্বোধন। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

ঢাকার ঐতিহ্যবাহী তাঁতী বাজারের গয়না শিল্প- বাজারের সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন গহনা শিল্পী, উদ্যোক্তা ও প্রশিক্ষক তাহমীনা শৈলী। সেই অভিজ্ঞা উঠে এসেছে এ প্রদর্শনীতে। ‘স্যাকরা’দের যাপিত জীবনের আদ্যোপান্ত, তাঁতীবাজার পাড়ার নানা আয়োজন নিয়ে ভিন্নধর্মী এ প্রদর্শনী।

ঐতিহ্যবাহী গয়না শিল্পী স্যাকরাদের বহু প্রজন্মের হাত ধরে সোনা, রূপাসহ বিভিন্ন ধাতুর বৈচিত্র্যময় গয়না তাঁতী বাজারকে এনে দিয়েছে প্রবাদপ্রতিম খ্যাতি; এর ফলে তৈরি হয়েছে আজকের ‘তাঁতী বাজার’ মিথ। তাঁতী বাজারের শ্রমসাধ্য এ শিল্পকর্মের আয়োজনের আড়ালে থাকা শিল্পীদের সংগ্রামমুখর জীবন, কাজের যৌথতা এবং বিশ্বায়নের পরিবর্তনশীল বাজারের ঘাত-প্রতিঘাত মোকাবিলায় এখানে জারি রয়েছে এক অনন্য শিল্প সংগ্রাম।

স্যাকরা শিল্পী সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, আনন্দ-বেদনার পাশাপাশি তাঁতী বাজারের ঐতিহ্যবাহী খাবার-দাবার, জীবন শিল্পের বহুমাত্রিক উপাদান এবং পারিপার্শ্বিক নানান অনালোকিত দিক তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে।

‘স্যাকরার তাঁতী বাজার’- এ শিল্পের সমঝদার, গয়নাপ্রেমী এবং ঢাকার ইতিহাসে আবিষ্ট এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কামাল কাদির (সিইও, বিকাশ), ফাহমিদা খাতুন (নির্বাহী পরিচালক, সিপিডি), আশরাফ কায়সার (গণমাধ্যম ব্যক্তিত্ব), সাজ্জাদ হোসাইন (ভাইস প্রেসিডেন্ট, ইউসিবিএল), নাজিম আহমেদ (প্রবীণ গয়না শিল্পী) এবং দেশের বিশিষ্ট গুণীজন।

জনপ্রিয় সংবাদ

তাহমীনা শৈলীর চোখে স্যাকরার তাঁতী বাজার

আপডেট সময় : ০২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ঢাকায় শুরু হচ্ছে ‘স্যাকরার তাঁতী বাজার’– তাহমীনা শৈলী’র চোখে এক দশকের তাঁতী বাজার শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীটির কিউরেটরও তিনি। অনুষ্ঠিত হবে দ্বীপ গ্যালারি (১/১ ব্লক-ডি, লালমাটিয়া)। ১০ অক্টোবর বিকেল ৫টায় এর উদ্বোধন। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

ঢাকার ঐতিহ্যবাহী তাঁতী বাজারের গয়না শিল্প- বাজারের সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন গহনা শিল্পী, উদ্যোক্তা ও প্রশিক্ষক তাহমীনা শৈলী। সেই অভিজ্ঞা উঠে এসেছে এ প্রদর্শনীতে। ‘স্যাকরা’দের যাপিত জীবনের আদ্যোপান্ত, তাঁতীবাজার পাড়ার নানা আয়োজন নিয়ে ভিন্নধর্মী এ প্রদর্শনী।

ঐতিহ্যবাহী গয়না শিল্পী স্যাকরাদের বহু প্রজন্মের হাত ধরে সোনা, রূপাসহ বিভিন্ন ধাতুর বৈচিত্র্যময় গয়না তাঁতী বাজারকে এনে দিয়েছে প্রবাদপ্রতিম খ্যাতি; এর ফলে তৈরি হয়েছে আজকের ‘তাঁতী বাজার’ মিথ। তাঁতী বাজারের শ্রমসাধ্য এ শিল্পকর্মের আয়োজনের আড়ালে থাকা শিল্পীদের সংগ্রামমুখর জীবন, কাজের যৌথতা এবং বিশ্বায়নের পরিবর্তনশীল বাজারের ঘাত-প্রতিঘাত মোকাবিলায় এখানে জারি রয়েছে এক অনন্য শিল্প সংগ্রাম।

স্যাকরা শিল্পী সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, আনন্দ-বেদনার পাশাপাশি তাঁতী বাজারের ঐতিহ্যবাহী খাবার-দাবার, জীবন শিল্পের বহুমাত্রিক উপাদান এবং পারিপার্শ্বিক নানান অনালোকিত দিক তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে।

‘স্যাকরার তাঁতী বাজার’- এ শিল্পের সমঝদার, গয়নাপ্রেমী এবং ঢাকার ইতিহাসে আবিষ্ট এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কামাল কাদির (সিইও, বিকাশ), ফাহমিদা খাতুন (নির্বাহী পরিচালক, সিপিডি), আশরাফ কায়সার (গণমাধ্যম ব্যক্তিত্ব), সাজ্জাদ হোসাইন (ভাইস প্রেসিডেন্ট, ইউসিবিএল), নাজিম আহমেদ (প্রবীণ গয়না শিল্পী) এবং দেশের বিশিষ্ট গুণীজন।