০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায়  ভারতীয় নাগরিক আটক

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২১)। ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার অন্তর্গত কলসিমমুড়া নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। ৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায়। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার নিশ্চিত করেছেন যে, বিজিবির টহল দল শংকুচাইল ক্যাম্পের অধীন থেকে আরিফুল ইসলামকে সীমান্ত লঙ্ঘনের দায়ে আটক করে। শংকুচাইল ক্যাম্প কমান্ডার হাবিলদার বোরহান উদ্দিন জানান, টহলদল সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি এই ধরনের অনুপ্রবেশের ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায়  ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২১)। ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার অন্তর্গত কলসিমমুড়া নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। ৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায়। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার নিশ্চিত করেছেন যে, বিজিবির টহল দল শংকুচাইল ক্যাম্পের অধীন থেকে আরিফুল ইসলামকে সীমান্ত লঙ্ঘনের দায়ে আটক করে। শংকুচাইল ক্যাম্প কমান্ডার হাবিলদার বোরহান উদ্দিন জানান, টহলদল সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের সন্ধানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি এই ধরনের অনুপ্রবেশের ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।