০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘাত

আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষে ককটেল বিস্ফোরণ গোলাগুলিতে ৬ জন আহত, একাধিক বাড়িঘর ভাংচুর।মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ, গুলি ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন জানা গেছে।
গেলো ১০ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ সংঘাতের ঘটনা ঘটে বলে জানা যায় ।মুন্সিগঞ্জ সদর উপজেলার আধাঁরার ইউনিয়নের সোলারচর গ্রামে আধারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি গ্রুপের লোকজনের সঙ্গে আধাঁরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের  মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায়  ককটেল বিস্ফোরণের ঘটনার মতো ঘটনা ঘটার পরও নিপা সরকার (২৫)শটগানের গুলিতে গুরুতর আহত হন বলে জানাজায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হলে,তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের বিষয়ে শাহেক মিজি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার (সাবেক মেম্বার) নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। তাদের ছুড়া ককটেল ও গুলিতে আমাদের ৬ জন আহত হয়েছে।তাছাড়া প্রায় ৭/৮টি ঘর ভাঙচুর করেছ ওরা।
এপর দিকে সুরুজ মিয়া বলেন,আমার লোকজনের ওপর ওরা হামলা চালায়। আমি অনেক দিন ধরে  গ্রামে বসবাস করি না। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো জন্য ওরা নিজেরা এ ভাংচুরের মতো এর জঘন্য কাজটি করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান,খবর পাওয়ার পরপর আমাদের টিম ওই এলাকায় পৌছায়।এখন ও টহল দল ডিউটিতে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।শুনেছি গতকালের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘাত

আপডেট সময় : ১১:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষে ককটেল বিস্ফোরণ গোলাগুলিতে ৬ জন আহত, একাধিক বাড়িঘর ভাংচুর।মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ, গুলি ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন জানা গেছে।
গেলো ১০ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ সংঘাতের ঘটনা ঘটে বলে জানা যায় ।মুন্সিগঞ্জ সদর উপজেলার আধাঁরার ইউনিয়নের সোলারচর গ্রামে আধারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি গ্রুপের লোকজনের সঙ্গে আধাঁরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের  মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায়  ককটেল বিস্ফোরণের ঘটনার মতো ঘটনা ঘটার পরও নিপা সরকার (২৫)শটগানের গুলিতে গুরুতর আহত হন বলে জানাজায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হলে,তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের বিষয়ে শাহেক মিজি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার (সাবেক মেম্বার) নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। তাদের ছুড়া ককটেল ও গুলিতে আমাদের ৬ জন আহত হয়েছে।তাছাড়া প্রায় ৭/৮টি ঘর ভাঙচুর করেছ ওরা।
এপর দিকে সুরুজ মিয়া বলেন,আমার লোকজনের ওপর ওরা হামলা চালায়। আমি অনেক দিন ধরে  গ্রামে বসবাস করি না। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো জন্য ওরা নিজেরা এ ভাংচুরের মতো এর জঘন্য কাজটি করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান,খবর পাওয়ার পরপর আমাদের টিম ওই এলাকায় পৌছায়।এখন ও টহল দল ডিউটিতে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।শুনেছি গতকালের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।