ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর আল-গোফরান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে সেবা নিয়েছে সহস্রাধিক রোগী।
১১ অক্টোবর শনিবার ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-গাফরান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহাম্মদ পেয়ার, বিশিষ্ট সমাজসেবক আবদুল গোফরান।
মেডিকেল ক্যাম্পে বাত ব্যাথা ও প্যারালাইসিস, মহিলা ও গাইনী রোগ, চক্ষু রোগ, মেডিসিন ও হৃদ রোগ, শিশু রোগ, দন্ত রোগ, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী ক্যাম্পটির সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন রঘুনাথপুর দারুল উলুম মাদ্রাসার সহকারী মুহতামিম মুফতি মোহাম্মদ হাসান।
চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধা মরিয়ম বেগম জানান, অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিলাম না। ফ্রি চিকিৎসা ও ওষুধের দেয়ার খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার দেখিয়েছি ও ওষুধ পেয়েছি। এ আয়োজনে অনেক মানুষ উপকৃত হচ্ছে।
করিম উল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, প্রত্যন্ত গ্রামে এ ধরনের চিকিৎসা সেবার আয়োজন সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। এতে অসহায় হতদরিদ্র মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছে। এ আয়োজন প্রতিবছর করার অনুরোধ জানান তিনি।
আল-গাফরান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মরহুম পিতার নামে ফাউন্ডেশনটি ২০০৯ সাল থেকে এ অঞ্চলের মানুষের সেবায় নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে করোনাকালীন সময় এলাকায় আত্মমানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও গৃহহীনদের ও বিশুদ্ধ পানি সমস্যা দূরীকরণে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণে হতদরিদ্র মানুষের ভালবাসা ও আস্থার প্রতীক হয়ে এগিয়ে আসছে আল গোফরান ফাউন্ডেশন। এ মহতী কর্মযজ্ঞ নিবিড় পর্যবেক্ষণ করেন আল-গাফরান ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনস্হ ফেনী সমিতির উপদেষ্টা সমাজসেবক শিক্ষানুরাগী নিজাম উদ্দিন আবরার।
এরই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্প আয়োজন। দিনব্যাপী ক্যাম্পে সহস্ত্রাধিক রোগী রেজিস্ট্রেশন করেছে। বিভিন্ন রোগের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে চিকিৎসা সেবা প্রদান করছে। মানবকল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
























