কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর নজরুল গেইট সংলগ্ন বিল , পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামের পাশের বিল, পূর্ব ধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর দক্ষিণ পাড়া বিল ও কোরবানপুর পূর্ব পাড়া বিল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এসময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন ও কয়েক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যহত থাকবে।
























