ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুক্তারুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়া’হ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ. এম. জুবায়ের মনোনীত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোঃ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আসাদুল্লাহ আল-গালিব, সাংগঠনিক সম্পাদক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মিলন রানা মুরাদ, সহ-সংগঠনিক সম্পাদক সিএসই বিভাগের মোছাঃ আয়েশা সিদ্দিকা (খুশি) এবং দপ্তর সম্পাদক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ শাকিল আহমেদ মনোনীত হয়েছেন।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক এ. এম. জুবায়ের বলেন, জেলা কল্যাণ সমিতি একটি মায়ার সংগঠন, নাড়ির টানে এই সংগঠনের প্রতি আমাদের এত ভালোবাসা। আমরা ঠাকুরগাঁওবাসী একটা পরিবারের মত। এই পরিবার চালানোর জন্য যে গুরু দায়িত্ব আমাকে উপর অর্পিত হয়েছে সেটা যেন আমরা একসাথে ভালোভাবে পালন করতে পারি সেই দোয়া এবং ভালোবাসা সবার কাছে চাই এবং যে সকল শিক্ষকবৃন্দ এবং বড় ভাইয়েরা আমাদের উপর এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মুক্তারুল হক বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি একটা প্রাণের সংগঠন। আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় সকলের কাছে কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালনের চেষ্টা করবো। সকলকে সাথে নিয়ে আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে নিয়ে যেতে চাই।
























