মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের সাবেক শিক্ষার্থী শায়লা হক ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন। এ বৃত্তির মাধ্যমে তিনি বেলজিয়ামের কেইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব সাস্টেইনেবল ফুড সিস্টেম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড বিজনেস প্রোগ্রামে ভর্তির সুযোগ পাচ্ছেন।
ইরাসমাস মুন্ডাস ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ। যা শতভাগ টিউশন ফি ওয়েভার এবং মাসে ১১০০ থেকে ১২০০ ইউরো উপবৃত্তি প্রদান করে। এর সঙ্গে যাতায়াত ভাতা এবং সেমিস্টার শেষে আন্তর্জাতিক বিমানের টিকেট সুবিধা রয়েছে।
শায়লা হক বলেন, সবকিছুর জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের সমর্থন আমাকে সাহস যুগিয়েছে।
শায়লা চাঁপাইনবাবগঞ্জের মেয়ে। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। নামোশংকর বাটী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫.০০ পান। মাভাবিপ্রবির অনার্সে তার সিজিপিএ ছিল ৩.৬৪ এবং মাস্টার্সে ৩.৮১। তার বাবা সিরাজুল হক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও মা মানজিরা হক গৃহিণী। শায়লার পরিবারে এক ভাই ও দুই বোন রয়েছে।























