জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকেই শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এছাড়া জেলা যুবদল শহরের বিভিন্ন পয়েন্টে ফ্রি মেডিকেল ক্যাম্প করে এবং এখানে দারিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিতে দেখা গেছে।
জেলা যুবদলের আহ্বায়ক মো: শরিফুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে দিনব্যাপি এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেস আলী মামুন।
অসহায় দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে জেলার বিভিন্ন চিকিৎসকগন অংশ নেয়। এছাড়া ক্যাম্পে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
























