০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুউরেন্স সেল (আইকিউএসি) সেন্টারের উদ্যোগে অফিস সহকারীদের নিয়ে দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।

আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আইকিউএসি সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় উক্ত কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ বলেন, শুদ্ধাচার বলতে মূলত আচরণকে বোঝানো হয় যা নৈতিকতা এবং সততার সমন্বয়ে গঠিত।

আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন বলেন, শুদ্ধাচার হচ্ছে ভালো আচরণ যা চিন্তা, বিশ্বাস, কাজ এবং কর্মের সমন্বিত রূপ। রাষ্ট্র চায় যাতে সর্বক্ষেত্রে বিশ্বাস ও গুড গভর্নেন্সি তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ে।

অধ্যাপক আব্দুল লতিফ বলেন, আসলে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো মানুষ হতে পারি তবেই আমরা শুদ্ধাচার মেনে চলতে পারবো।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পরিবেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তবে সেক্ষেত্রে আল্লাহ তায়ালার ভয় থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমার রাজনৈতিক দল পবিপ্রবি। আমার রাজনৈতিক দলের কার্যক্রম পবিপ্রবির নিয়ম-নীতি। আর আপনাদের কার্যক্রমে আমার এই রাজনৈতিক দল সঠিকভাবে পরিচালিত হবে। আমি আশা করবো যাতে আপনাদের কেউ কোনো কাজের জন্য বলার সুযোগ না পায়। আপনারা সকলেই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনারা সময় সুযোগ করে কুরআনের অনুবাদ পড়েন তাহলেই শুদ্ধাচার নিশ্চিত হবে।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা 

আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুউরেন্স সেল (আইকিউএসি) সেন্টারের উদ্যোগে অফিস সহকারীদের নিয়ে দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।

আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আইকিউএসি সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় উক্ত কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ বলেন, শুদ্ধাচার বলতে মূলত আচরণকে বোঝানো হয় যা নৈতিকতা এবং সততার সমন্বয়ে গঠিত।

আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন বলেন, শুদ্ধাচার হচ্ছে ভালো আচরণ যা চিন্তা, বিশ্বাস, কাজ এবং কর্মের সমন্বিত রূপ। রাষ্ট্র চায় যাতে সর্বক্ষেত্রে বিশ্বাস ও গুড গভর্নেন্সি তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ে।

অধ্যাপক আব্দুল লতিফ বলেন, আসলে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো মানুষ হতে পারি তবেই আমরা শুদ্ধাচার মেনে চলতে পারবো।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পরিবেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তবে সেক্ষেত্রে আল্লাহ তায়ালার ভয় থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমার রাজনৈতিক দল পবিপ্রবি। আমার রাজনৈতিক দলের কার্যক্রম পবিপ্রবির নিয়ম-নীতি। আর আপনাদের কার্যক্রমে আমার এই রাজনৈতিক দল সঠিকভাবে পরিচালিত হবে। আমি আশা করবো যাতে আপনাদের কেউ কোনো কাজের জন্য বলার সুযোগ না পায়। আপনারা সকলেই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনারা সময় সুযোগ করে কুরআনের অনুবাদ পড়েন তাহলেই শুদ্ধাচার নিশ্চিত হবে।