০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় আ’লীগ নেতাকে  কুপিয়ে ও পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলার  সিংহঝুলী  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমানকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড বলে স্বজনরা ধারণা করছেন। নিহত আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এর আগে ২০০২ সালে তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান  আশরাফ হোসেন আশাকে খুন করেছিলো একই সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলামের দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন। এসময় উত্তরপাড়ায় পৌঁছালে এলাকার রোস্তমের ছেলে লেন্টু, আব্দুস সাত্তারের ছেলে হাদী, সিদ্দিকের ছেলে আমিন ও কোরবানসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আনিছুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। হত্যাকান্ডের সাথে জড়িতরা বিএনপির সন্ত্রাসী। আওয়ামী লীগের সময় তারা আত্মগোপনে ছিলো।
হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেয়া হয়েছে।
নিহতের ভাই শাহনুর আলম উজ্জল জানান,
আনিছুরের হত্যাকারীরা ২০০২ সালে তার বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকে খুন করেছিলো।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, আনিছুর রহমান হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

চৌগাছায় আ’লীগ নেতাকে  কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
যশোরের চৌগাছা উপজেলার  সিংহঝুলী  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমানকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড বলে স্বজনরা ধারণা করছেন। নিহত আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এর আগে ২০০২ সালে তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান  আশরাফ হোসেন আশাকে খুন করেছিলো একই সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলামের দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন। এসময় উত্তরপাড়ায় পৌঁছালে এলাকার রোস্তমের ছেলে লেন্টু, আব্দুস সাত্তারের ছেলে হাদী, সিদ্দিকের ছেলে আমিন ও কোরবানসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আনিছুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। হত্যাকান্ডের সাথে জড়িতরা বিএনপির সন্ত্রাসী। আওয়ামী লীগের সময় তারা আত্মগোপনে ছিলো।
হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেয়া হয়েছে।
নিহতের ভাই শাহনুর আলম উজ্জল জানান,
আনিছুরের হত্যাকারীরা ২০০২ সালে তার বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকে খুন করেছিলো।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, আনিছুর রহমান হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।