বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ও রাজধানীর বাংলা মোটর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত সোনাগাজী উপজেলার দুই ছাত্রসহ তিনজনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আর্থিক অনুদান হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের জাকির হোসেন শাকিব, চর চান্দিয়ার মাহবুবুল হাসান মাসুম ও ছাড়াইকান্দি এলাকার আবদুল গণি বোরহানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
পরে তিনি তিন পরিবারের সদস্যদের হাতে সমাজ নেবা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। এসময় জেলা প্রশাসক সব সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ইউএনও কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























