নওগাঁর মান্দা থানার শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান আতিকুর ইসলামের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যে দাবি করেছে ওই প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষক-কর্মচারী। এ ঘটনায় গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেন তারা।
অভিযোগ সুত্রে জানা যায়, অত্র প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টর জনাব মোঃ শাহজাহান আলী মৃধা সকল শিক্ষকের পক্ষে গত ২ সেপ্টেম্বর ও ২২ অক্টোবর যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। আমরা উক্ত বিষয় অবগত হয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ট্রেড ইন্সট্রাক্টর মো. শাহজাহান আলী মৃধা আমাদের না জানিয়ে হীন স্বার্থ বাস্তবায়ন করার জন্য এরুপ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ট্রেড ইন্সট্রাক্টর মো. শাহজাহান আলী মৃধা বলেন, আমি যে অভিযোগ করেছি তা সত্য। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা যদি তদন্ত সাপেক্ষে মিথ্যে প্রমাণ হয় তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আরজুমান বানু বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। সেগুলো যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।























