০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ শিকার ও অবৈধ ড্রেজারকে অর্থদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ০২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ০৫ টি মেশিন অকেজো করে  দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৩৫কেজি ইলিশ মাছ ধূসর মদীনাতুল উলূৃম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
আজ শুক্রবার সকালে শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ০৫জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ডএবং জব্দকৃত প্রায় ৩৫ কেজি মাছ ধূসর মদীনাতুল উলূৃম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
 সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।
১. মো: আরিফুল ইসলাম – ৩৫, পিতা- মো: খোরশেদ শেখ, সাং- চার বৈষ্ণবী, শিবালয়।
২. মোঃ মনির হোসেন – ২২, পিতা- রিহাজ মোল্লা, সাং- চর শিবালয়, শিবালয়।
৩. মোঃ রিপন শেখ- ২৯, পিতা মোঃ মজিদ শেখ, সাং- চর শিবালয়, শিবালয়।
8. মোঃ মামুন শেখ- ২৩, পিতা- মোঃ শীতল শেখ, সাং- চর বৈষ্ণবী, শিবালয়।
৫. মোশাররফ শেখ-৪০
পিতা সালাম শেখ
সাং গোয়ালন্দ, রাজবাড়ি
সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৩৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এবং নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ০২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ০৫ টি মেশিন অকেজো
১. মোঃ জহুরুল প্রামানিক ৩৫, পিতা – মোজাম প্রামানিক, সাং- চর চিতিল্লা, সাহাজাদপুর, সিরাজগঞ্জ।
2. মোঃ রাকিব ২৭, পিতা- কামাল, সাং- পূর্ব ষাটি, মেন্দি গঞ্জ, বরিশাল।আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
জনপ্রিয় সংবাদ

ইলিশ শিকার ও অবৈধ ড্রেজারকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ০২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ০৫ টি মেশিন অকেজো করে  দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৩৫কেজি ইলিশ মাছ ধূসর মদীনাতুল উলূৃম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
আজ শুক্রবার সকালে শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ০৫জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ডএবং জব্দকৃত প্রায় ৩৫ কেজি মাছ ধূসর মদীনাতুল উলূৃম কওমি হাফেজিয়া মাদরাসা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
 সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।
১. মো: আরিফুল ইসলাম – ৩৫, পিতা- মো: খোরশেদ শেখ, সাং- চার বৈষ্ণবী, শিবালয়।
২. মোঃ মনির হোসেন – ২২, পিতা- রিহাজ মোল্লা, সাং- চর শিবালয়, শিবালয়।
৩. মোঃ রিপন শেখ- ২৯, পিতা মোঃ মজিদ শেখ, সাং- চর শিবালয়, শিবালয়।
8. মোঃ মামুন শেখ- ২৩, পিতা- মোঃ শীতল শেখ, সাং- চর বৈষ্ণবী, শিবালয়।
৫. মোশাররফ শেখ-৪০
পিতা সালাম শেখ
সাং গোয়ালন্দ, রাজবাড়ি
সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ৫ জনকে নগদ ২২৫০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত এক লাখ মিটার জাল ও ৩৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এবং নদীতে অবৈধভাবে ড্রেজার ও কাটার  মেশিন চালানোর অপরাধে ০২ জনকে ১৩০০০০/- অর্থদণ্ড এবং ০৫ টি মেশিন অকেজো
১. মোঃ জহুরুল প্রামানিক ৩৫, পিতা – মোজাম প্রামানিক, সাং- চর চিতিল্লা, সাহাজাদপুর, সিরাজগঞ্জ।
2. মোঃ রাকিব ২৭, পিতা- কামাল, সাং- পূর্ব ষাটি, মেন্দি গঞ্জ, বরিশাল।আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।