মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের শান্তিনগর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পিকাপ ভ্যান থেকে সবজি ক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুই জন গুরুতর আহত হয়।
রবিবার বিকেলে মহাসড়কের ঢাকা মূখি লেনে বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল মতিন (৫০) বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর গ্রামের লাল মিয়ার ছেলে। আহত হয়েছে একই গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ এনামুল (৪০) এবং সাইদুল ইসলামের ছেলে মোঃ অন্তর (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের ঢাকা গামী লেন, (ঢাকা মেট্রো ন ১৫-৯১৪৩)
একটি নীল রঙের পিক আপ এর মাধ্যমে শাক সবজি বিক্রি করছিলেন এ থেকে স্থানীয়রা সবজি ক্রয় করছিলেন। এসময় বেপরোয়া গতিতে ছুটে আশা (ঢাকা মেট্রো গ ২৯-৫২৮৬) একটি সাদা রংঙ্গর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপে ধাক্কা দিলে সবজি ক্রয় করতে আশা তিনজন গুরুতর আহত হয়। প্রাইভেট কারের সামনের অংশ ধুমরেমুচরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঃ মতিন কে মৃত ঘোষণা করেন, এবং আশঙ্কা জনক
আহত দুজন কে ঢাকা রেফার করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ হুমায়ুন কবির জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, দুটি গাড়ি, ও প্রাইভেটকার চালক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, মিনিপিকাপ ভ্যান চালক কৌশলে পালিয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, আইন আনুক কার্যক্রম প্রক্রিয়াধীন।
























