জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মানানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দ্রুত নির্বাচন দিন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এভাবে কালক্ষেপন আর করবেন না। জনগণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন চায়। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন।জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আর আমরা কখনো দেশ ছেড়ে পালিয়েও যাইনি। ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেছেন তা সবাই দেখেছে। আবার তার লোকজন পালাতে গিয়ে ধরা খাচ্ছে তাও সবাই দেখছে।’
বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, মজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মো, মোশাররফ হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে।























