০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ নাগরিককে পুশব্যাক

কক্সবাজারের লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দু’ অংশে দায়িত্বরত ১১ ও ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২৪ জন নারী-পুরুষ ও শিশু রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেন৷
বাংলাদেশ মায়ানমার সিমান্তে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও স্বশস্ত্র বিদ্রোহী আরকান আর্মি ‘র মধ্যকার তুমুল যুদ্ধে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইক্ষ্যংছড়িতে দুইদিনে ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
 সোমবার, ১১ নম্ভেবর, সকাল ১০ টায় ১৯ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করেন তারা। পরে এদের সকলকে পুশব্যাক করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান হতে আটক করা হয়। যারা সবাই মিয়ানমারের নাগরিক। যাদের মধ্যে রয়েছে নারী-পুরুষ ও শিশু।
যদিও একই দিন বিকেল ৩৪ বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
আটককৃতদের দেয়া তথ্যমতে, তারা সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।
১১ বিজিবি জানায়, এর আগের দিন রোববার বিকেলে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছিলেন তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।
সূত্র মতে, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাহল আহমেদ নোবেল। তিনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারীতে রয়েছে। কাউকেও ছাড় দেয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহলরত অবস্থায়  আছেন বলে জানান।
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ নাগরিককে পুশব্যাক

আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
কক্সবাজারের লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দু’ অংশে দায়িত্বরত ১১ ও ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২৪ জন নারী-পুরুষ ও শিশু রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেন৷
বাংলাদেশ মায়ানমার সিমান্তে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও স্বশস্ত্র বিদ্রোহী আরকান আর্মি ‘র মধ্যকার তুমুল যুদ্ধে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইক্ষ্যংছড়িতে দুইদিনে ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
 সোমবার, ১১ নম্ভেবর, সকাল ১০ টায় ১৯ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করেন তারা। পরে এদের সকলকে পুশব্যাক করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান হতে আটক করা হয়। যারা সবাই মিয়ানমারের নাগরিক। যাদের মধ্যে রয়েছে নারী-পুরুষ ও শিশু।
যদিও একই দিন বিকেল ৩৪ বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
আটককৃতদের দেয়া তথ্যমতে, তারা সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।
১১ বিজিবি জানায়, এর আগের দিন রোববার বিকেলে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছিলেন তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।
সূত্র মতে, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাহল আহমেদ নোবেল। তিনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারীতে রয়েছে। কাউকেও ছাড় দেয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহলরত অবস্থায়  আছেন বলে জানান।