০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে   মৎস্য খামারে বিষপ্রয়োগে মাছ  নিধন

২০ লাখ টাকার ক্ষতি

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া বিষ প্রয়োগে এক মৎস্য খামারীর আনুমানিক ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। এতে মাছ চাষীর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে রহিম সরকার (৫৫) কে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

মাছচাষী দেলোয়ার হোসেন জানান, আমি আমার গ্রামে ২ একর পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১ টায় পুকুরের মাছ দেখেতে গিয়ে দেখি পুকুরের  সব মাছ ভেসে উঠেছে। আমি ধার দেনা করে পুকুরটিতে ১৪ লাখ টাকা খরচ করেছি। বর্তমান মাছের বিক্রয় মুল্য ছিল প্রায় ২০ লাখ টাকা। দুষ্কৃতকারীরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
মাছচাষি দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে সামিয়া সুলতানা কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবার স্বপ্ন যারা ভেঙ্গে দিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।
সাবেক ইউপি সদস্য নান্নু মিয়া সরকার বলেন, দেলোয়ারের পুকুরে যারা বিষ প্রয়োগে করে মাছ মেরে ফেলেছে তাদেরকে ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। এই গ্রামে এমন ধরনের ঘটনা আর কোন দিন ঘটেনি। যারা এমন নিকৃষ্টতম ঘটনায় জড়িত আমি তাদের শাস্তি দাবি করছি।
অভিযুক্ত রহিম সরকার মেম্বার বলেন, দেলোয়ারের পুকুরে সে নিজেই বিষ প্রয়োগ করে মাছ বিক্রি করেছে।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ওসি সালাউদ্দিন আল মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে   মৎস্য খামারে বিষপ্রয়োগে মাছ  নিধন

আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া বিষ প্রয়োগে এক মৎস্য খামারীর আনুমানিক ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। এতে মাছ চাষীর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে রহিম সরকার (৫৫) কে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

মাছচাষী দেলোয়ার হোসেন জানান, আমি আমার গ্রামে ২ একর পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১ টায় পুকুরের মাছ দেখেতে গিয়ে দেখি পুকুরের  সব মাছ ভেসে উঠেছে। আমি ধার দেনা করে পুকুরটিতে ১৪ লাখ টাকা খরচ করেছি। বর্তমান মাছের বিক্রয় মুল্য ছিল প্রায় ২০ লাখ টাকা। দুষ্কৃতকারীরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
মাছচাষি দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে সামিয়া সুলতানা কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবার স্বপ্ন যারা ভেঙ্গে দিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।
সাবেক ইউপি সদস্য নান্নু মিয়া সরকার বলেন, দেলোয়ারের পুকুরে যারা বিষ প্রয়োগে করে মাছ মেরে ফেলেছে তাদেরকে ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। এই গ্রামে এমন ধরনের ঘটনা আর কোন দিন ঘটেনি। যারা এমন নিকৃষ্টতম ঘটনায় জড়িত আমি তাদের শাস্তি দাবি করছি।
অভিযুক্ত রহিম সরকার মেম্বার বলেন, দেলোয়ারের পুকুরে সে নিজেই বিষ প্রয়োগ করে মাছ বিক্রি করেছে।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ওসি সালাউদ্দিন আল মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।