১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের ১৫৮ দেশ

  •  ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৫৮ ভোটে এই প্রস্তাব পাস হয়
  • গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৩

 

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। গত বুধবার এই প্রস্তাবে গাজার জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৫৮ ভোটে এই প্রস্তাব পাস হয়। এবার যুদ্ধবিরতির আরও জোরালো দাবি জানিয়েছে জাতিসংঘ। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে উত্থাপিত একটি প্রস্তাবে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল, যা পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরে দাবি হিসেবে উপস্থাপিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এগুলোর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এসব প্রস্তাবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আরও সাতটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ভোটদানে বিরত থেকেছে ১৩টি দেশ।
ওই বৈঠকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ কে সমর্থন জানিয়ে আরেকটি প্রস্তাব ১৫৯ ভোটে পাস হয়েছে। এতে ইসরায়েলের নতুন একটি আইনের সমালোচনা করা হয়। ওই আইন অনুযায়ী, জানুয়ারির শেষ থেকে ইসরায়েলে ইউএনআরডব্লিউএ-র কার্যক্রম নিষিদ্ধ করা হবে। গৃহীত প্রস্তাবে ইউএনআরডব্লিউএ-র কার্যক্রমে সহযোগিতা ও সংস্থাটিকে বাধাহীন কাজের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। এই প্রস্তাবেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ সাতটি দেশ বিরোধিতা করেছে আর ভোটদানে বিরত থেকেছে ১১ সদস্য। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-প্রতিনিধি রবার্ট উড দাবি করেছেন, এই প্রস্তাবগুলোর মাধ্যমে বিশ্বকে যে বার্তা দেওয়া হয়, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই প্রস্তাবেই বড় সমস্যা রয়েছে। তার অভিযোগ, একটি প্রস্তাব হামাসকে পুরস্কৃত করে ও জিম্মিদের মুক্তির প্রয়োজনীয়তাকে ছোট করে দেখায়। আর অন্যটি ইসরায়েলকে নিন্দা জানিয়েছে ঠিকই, কিন্তু মানবিক সহায়তা বাড়ানোর কোনও বাস্তবসম্মত পথ বাতলে দেয়নি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। গত বুধবার ভোর রাত পর্যন্ত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে, যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন। জেরুজালেমের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে গত বুধবার গভীর রাতে সন্দেহভাজন ফিলিস্তিনিদের হামলায় একটি ইসরায়েলি বাসে আগুন ধরে গেছে। সামরিক ও হাসপাতালের কর্মকর্তাদের মতে, এতে একটি ১০ বছর বয়সী ছেলে শিশুসহ তিনজন আহত হয়েছে। এই আক্রমণটি অধিকৃত পশ্চিম তীরে প্রধান ইসরায়েলি বসতিগুলোর কাছে একটি হাইওয়েতে হয়েছিল। বেথলেহেমের আশপাশের অঞ্চলে বন্দুকধারীদের সন্ধানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

 

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের ১৫৮ দেশ

আপডেট সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  •  ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৫৮ ভোটে এই প্রস্তাব পাস হয়
  • গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৩

 

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। গত বুধবার এই প্রস্তাবে গাজার জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৫৮ ভোটে এই প্রস্তাব পাস হয়। এবার যুদ্ধবিরতির আরও জোরালো দাবি জানিয়েছে জাতিসংঘ। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে উত্থাপিত একটি প্রস্তাবে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল, যা পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরে দাবি হিসেবে উপস্থাপিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এগুলোর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এসব প্রস্তাবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ আরও সাতটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ভোটদানে বিরত থেকেছে ১৩টি দেশ।
ওই বৈঠকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ কে সমর্থন জানিয়ে আরেকটি প্রস্তাব ১৫৯ ভোটে পাস হয়েছে। এতে ইসরায়েলের নতুন একটি আইনের সমালোচনা করা হয়। ওই আইন অনুযায়ী, জানুয়ারির শেষ থেকে ইসরায়েলে ইউএনআরডব্লিউএ-র কার্যক্রম নিষিদ্ধ করা হবে। গৃহীত প্রস্তাবে ইউএনআরডব্লিউএ-র কার্যক্রমে সহযোগিতা ও সংস্থাটিকে বাধাহীন কাজের সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। এই প্রস্তাবেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ সাতটি দেশ বিরোধিতা করেছে আর ভোটদানে বিরত থেকেছে ১১ সদস্য। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-প্রতিনিধি রবার্ট উড দাবি করেছেন, এই প্রস্তাবগুলোর মাধ্যমে বিশ্বকে যে বার্তা দেওয়া হয়, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই প্রস্তাবেই বড় সমস্যা রয়েছে। তার অভিযোগ, একটি প্রস্তাব হামাসকে পুরস্কৃত করে ও জিম্মিদের মুক্তির প্রয়োজনীয়তাকে ছোট করে দেখায়। আর অন্যটি ইসরায়েলকে নিন্দা জানিয়েছে ঠিকই, কিন্তু মানবিক সহায়তা বাড়ানোর কোনও বাস্তবসম্মত পথ বাতলে দেয়নি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। গত বুধবার ভোর রাত পর্যন্ত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে, যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন। জেরুজালেমের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে গত বুধবার গভীর রাতে সন্দেহভাজন ফিলিস্তিনিদের হামলায় একটি ইসরায়েলি বাসে আগুন ধরে গেছে। সামরিক ও হাসপাতালের কর্মকর্তাদের মতে, এতে একটি ১০ বছর বয়সী ছেলে শিশুসহ তিনজন আহত হয়েছে। এই আক্রমণটি অধিকৃত পশ্চিম তীরে প্রধান ইসরায়েলি বসতিগুলোর কাছে একটি হাইওয়েতে হয়েছিল। বেথলেহেমের আশপাশের অঞ্চলে বন্দুকধারীদের সন্ধানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।