মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এদিন হলের ডিবেটিং সোসাইটির কার্যক্রম পরিচালনার সুবিধার্তে একটি রুম এবং ফটোগ্যালারির উদ্বোধন করা হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২.০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘তারুণ্যের অবিনাশী শক্তিই বাঙ্গালীর বিজয়ের একমাত্র প্রেরণা নয়’ শীর্ষক বিষয়ের উপর বিতর্কে হলের ইন্টারন্যাশনাল ব্লক ও ন্যাশনাল ব্লকের বিতার্কিকরা অংশ নেয়।
বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ ফুয়াদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালুকদার সোলাইমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড এ.টি.এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড মোহাম্মদ সেলিম রেজা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিবেটিং ক্লাবের নেতৃবৃন্দ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল রাসেল, ইব্রাহিম খলীল ও আলী আরমান রকী।
বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফুয়াদ হাসান বলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্রথম থেকে আমাদের এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সহোযোগিতা করেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি স্থায়ী ঠিকানা পেয়েছি বঙ্গবন্ধু হল ডিবেটিংয়ের রুম এবং একই সাথে ফটো গ্যালারির। আমরা চাই আগামীতে বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সাফল্য আরও বৃদ্ধি পাক। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, আমি আসলে খুবই আনন্দিত এবং আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। মহান আল্লাহ আমার মাধ্যমে ডিবেটিং সোসাইটির জন্য কিছু করার তৌফিক দিয়েছেন। আমি এই হলের ডিবেটিং সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। যে কোন প্রয়োজনে সব সময় ডিবেটিং সোসাইটির এবং অন্যান্য শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।























