বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি। এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে প্রশিক্ষণ প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ যেন তাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়ে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদাণের লক্ষ্যেই এ প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়।
Ensure Mental Health with Effective Coping Strategies বিষয়ের উপর গত ১৩ ও ১৪ নভেম্বর প্রশিক্ষণের ১ম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স হলে প্রশিক্ষণের ২য় পর্ব অনুষ্ঠিত হয়।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের খন্ডকালীন শিক্ষক সালমা পারভীন। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, আবাসিক শিক্ষক, সহকারী প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, মেডিকেল অফিসার ও নার্সসহ সর্বমোট ১১১ জন অংশ নেন।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ৪ টায় প্রোগ্রামটির সমাপনী অনুষ্ঠিত হবে।শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নেয়া এধরণের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
















