যশোরে সদর উপজেলার পুলেরহাটে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে (শুক্রবার) শহরের বিভিন্ন এলাকায় মানুষের হুড়োহুড়িতে ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্ব ৩ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন যশোর নিউমার্কেট এলাকার আরোজ আলীর ছেলে মারজান (১২), সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোঁজারহাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাইদুজ্জামান (৩২) ও বাঘারপাড়া উপজেলার দেবখালী গ্রামের গনেশ বিশ্বাসের স্ত্রী বিন্দারানী (৬০)।
বাকি ১৩ জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। তারা হলেন ফাতেমা(২২), ইব্রাহিম (৩০), ওসমান (১৮),শেফালী (৪৫), মুসলিমা (১৬), অভি (২২), মাসুদ (২৬), মালিহা (১০), রিয়াজ (২০), জলিল (৪০) ও সাবিনা (২২)।
হাসপাতালের জরুরি বিভাগের রিপোর্ট খাতার তথ্যানুযায়ী, শুক্রবার বিকেল ৪ টা ৩৭ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত মানুষের হুড়োহুড়িতে উল্লিখিত ১৪ জন নারী পুরুষ ও শিশু আহত হয়েছেন। দায়িত্বরত চিকিৎসক গুরুতর ৩ জনকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠিয়ে দেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
উল্লেখ্য, পুলেরহাটে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার যশোর শহরের বিভিন্ন সড়কে জনস্রোত ছিলো। মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯ টা) মাহফিলে বক্তব্য রাখছিলেন
বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এর আগে বক্তব্য রাখেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


























