গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি কৃষকলীগ নেতা ও
সাংবাদিক এ কে এম শামছুল হকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল রবিবার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কামারপাড়া-নলডাঙ্গা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস (রানা), বিএনপি নেতা মো. আহসান হাবিব, মো. লুৎফর রহমান, সুফিয়া কামাল প্রমুখ। জানা যায়,গত বছরের ১৮ আগস্ট বিশ্বাস হলদিয়া গ্রামের হাজিপাড়ার দক্ষিণ ধোপাডাঙ্গা ওয়ার্ড কৃষকলীগ নেতা ও সাংবাদিক এ কে এম শামছুল হক ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাসের এসএসসি ও শিক্ষক নিবন্ধন সাটির্ফিকেট ভূয়া উল্লেখ করে তাঁর নিকট দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ওই শিক্ষক আদালতে মামলা করেন। আদালত মামলাটি সুন্দরগঞ্জ থানায় এফআইআর হিসেবে গণ্য করার জন্য পাঠিয়ে দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে। পুলিশ মামলা তদন্ত করে চার্জসিট আদালতে প্রতিবেদন দাখিল করেন। যার মামলা জিআর ২৫৪/২৪। ওই কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে এলাকাবাসি চাঁদাবাজ কথিত সাংবাদিকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তাগণ বলেন, কথিত সাংবাদিক শামছুল হকের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। জন্মদাতা মাকে পিঠিয়ে আহত করার অপরাধে মা শাহার বানুর দায়ের করা মামলায় তিনি জেল হাজতে ছিল।
শিরোনাম
সুন্দরগঞ্জে চাঁদা দাবির মামলায় শাস্তির দাবিতে মানববন্ধন
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ।
- 86
জনপ্রিয় সংবাদ






















