জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের আয়োজন প্রথমবারের মতো সরস্বতী পূজো উদযাপিত হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) শহীদ সাজিদ ভবনের নিচে সকাল ৯টায় অঞ্জলী দেওয়ার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজা উদযাপন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহায়তায় এবং বিভাগের অধ্যাপক রাগীব রহমানের সার্বিক তত্ত্বাবধানে পূজার আয়োজন সম্পন্ন হয়।
প্রথমবারের মতো বিভাগে সরস্বতী পূজা আয়োজন হওয়ায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের সাথে পূজা উদযাপন করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজা উপভোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
ফিল্ম এন্ড বিভাগের শিক্ষার্থী রুদ্র বলেন, বিভাগের আয়োজনে এবার প্রথম পূজা উদযাপন করতে পেরেছি, সবাইকে বলতে পেরেছি যে আমাদের বিভাগের আয়োজনেও পূজা উদযাপন করা হচ্ছে। আসলে এর অনুভূতি অন্যরকম।
অপর এক শিক্ষার্থী শৈশব বলেন, অন্যান্য বছর বরাবরের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে বিদ্যা দেবীর আরাধনা করতাম। তবে এবার আমাদের বিভাগের আয়োজনেই আরাধনা করতে পেরেছি। এটি আমাদের জন্য নতুন প্রাপ্তি ও ভালো লাগার বিষয়।
ফিল্ম এন্ড বিভাগের অধ্যাপক রাগীব রহমান এ নিয়ে একটি ফেসবুক পোস্ট করে বলেন, প্রথমবারের মতো সরস্বতীর আগমন ঘটলো ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে। আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। ধন্যবাদ শিক্ষার্থীদের যারা আন্তরিকতার সাথে শ্রম ও সময় দিয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি বিভাগের নিজস্ব অর্থায়নের সমন্বয়ে সরস্বতী পূজার সার্বিক আয়োজন করা হয়।
প্রসঙ্গত, এবারই প্রথম ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের আয়োজন সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬টি মন্ডপে আজ বিদ্যা দেবীর পূজা উদযাপিত হয়।


























