১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নওগাঁর বদলগাছীতে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন যুবক। ৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিহাব উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদলগাছী সদর এলাকার রাসেল ও সাথী নামে দুই যুবক-যুবতী গতকাল বিকালে নওগাঁ থেকে মার্কেট করে ফেরার পথে কটকবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে নদীর ধারে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হলে ঐ এলাকার স্থানীয় কয়েকজন যুবক প্লাবন, রনি, আশিক ও রাকিব সহ ১০-১৫ জন যুবক তাদের আটক করে মারধর করে। পরে তাদের নদীর ধারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দশ হাজার টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ছাত্র দল কর্মী সিহাব সহ গ্রামবাসি ঐ ছেলে মেয়েকে উদ্ধার করে থানায় খবর দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে আশিক, রনি, রাকিব, প্লাবন সহ কয়েকজন যুবক ছাত্রদল কর্মীকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিহাব কে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে সিহাব কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বর্তমান চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি শুনেছেন জানিয়ে বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন বলেন, খবর পেয়েছি। সিহাব নামের ঐ কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ঐ ছাত্রদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনো অভিযোগ হাতে আসেনি। তবে অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

বদলগাছীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
নওগাঁর বদলগাছীতে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন যুবক। ৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিহাব উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদলগাছী সদর এলাকার রাসেল ও সাথী নামে দুই যুবক-যুবতী গতকাল বিকালে নওগাঁ থেকে মার্কেট করে ফেরার পথে কটকবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে নদীর ধারে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হলে ঐ এলাকার স্থানীয় কয়েকজন যুবক প্লাবন, রনি, আশিক ও রাকিব সহ ১০-১৫ জন যুবক তাদের আটক করে মারধর করে। পরে তাদের নদীর ধারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দশ হাজার টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ছাত্র দল কর্মী সিহাব সহ গ্রামবাসি ঐ ছেলে মেয়েকে উদ্ধার করে থানায় খবর দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে আশিক, রনি, রাকিব, প্লাবন সহ কয়েকজন যুবক ছাত্রদল কর্মীকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিহাব কে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে সিহাব কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বর্তমান চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি শুনেছেন জানিয়ে বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন বলেন, খবর পেয়েছি। সিহাব নামের ঐ কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ঐ ছাত্রদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনো অভিযোগ হাতে আসেনি। তবে অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।