চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যাওয়া বিশ্বে বিরল। স্বৈরাচারের দোসররা সব পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মন্দাকিনী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের তৃতীয় শিক্ষা সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজিরহাট কলেজের অধ্যাপক এস এম কাউসার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন করেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম সফিউল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন, মো. দিদারুল আলম ও মো. জহুর৷ বিশেষ অতিথি ছিলেন, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, শহিদুল্লাহ শহীদ, আমান উল্লাহ, এস এম কামরুল অপু চৌধুরী, এস এম আবু ফয়েজ তুহিন, গাজী আমান উল্লাহ, মোঃ মহিন উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, আজম উদ্দিন, আরাফাত তুষার ও মোজাম্মেল হক অভি। সঞ্চালনা করেন এম শাখাওয়াত আরমান।
শিরোনাম
মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যাওয়া বিশ্বে বিরল -ফটিকছড়িতে আলমগীর
-
ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 25
জনপ্রিয় সংবাদ





















