খাগড়াছড়ির দীঘিনালায় রাতের আঁধারের পেলুডার দিয়ে পাহাড় কাটায় মোঃ রোমান
(৩০) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ০৩ (তিন) মাসের
কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত মোঃ রোমান (৩০) উপজেলার বোয়ালখালী
ইউনিয়নের পশ্চিম থানাপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে।
গত শনিবার (০৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কলেজ
টিলা এলাকায় পাহাড় কাটার সংবাদে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর
রশীদ বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা
আইনের ২০১০ এর ১৫ ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন)
মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইউএনও আরো বলেন, ‘অনুমোদনহীন ভাবে পাহাড়
কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
শিরোনাম
দীঘিনালায় রাতের আঁধারের পাহাড় কাটায় দেড় লাখ টাকা জরিমানা
-
দীঘিনালা প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 62
জনপ্রিয় সংবাদ





















