১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২০ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ।
দীর্ঘ এক মাস পর চট্টগ্রামে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং
করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নগরের ২০ পয়েন্টে বিক্রি হবে পাঁচ ধরনের পণ্য।
মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, ছোলা ও খেজুর- এই পাঁচ পণ্য কিনতে পারবেন নিম্ন
আয়ের মানুষ। পুরো প্যাকেজটি কিনতে একজন ভোক্তাকে গুনতে হবে ৬৬৫ টাকা। তবে
আধা কেজি খেজুর কেনার সুযোগ রয়েছে। সেই হিসাবে দাম পড়বে ৫৮৭ টাকা ৫০
পয়সা।
টিসিবির ট্রাকে ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে ১ কেজি চিনি,
প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা
ও এক কেজি খেজুর ১৫৫ টাকায় পাওয়া যাবে। তবে আধা কেজি খেজুর কিনলে দাম পড়বে
৭৭ টাকা ৫০ পয়সা।
জানা গেছে, নিত্যপণ্যের দাম বেড়ে গেলে গত বছরের ২৪ অক্টোবর থেকে চট্টগ্রাম
মহানগরের ২০ পয়েন্টে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বর বন্ধ করে দেওয়া
হয় বিক্রি কার্যক্রম। সেই হিসাবে ১ মাস ৯ দিন পর গতকাল সোমবার থেকে আবারও পণ্য
বিক্রি শুরু করেছে টিসিবি। নগরীর ২০টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলের মাধ্যমে
টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ২০০ জন পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের
মাধ্যমে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু স্মার্ট
ফ্যামিলি কার্ড অ্যাকটিভ না হওয়ায় নগরীতে উন্মুক্ত ট্রাকসেলের মাধ্যমে টিসিবির
পণ্য বিক্রি শুরু হয়েছে। উন্মুক্ত হওয়ায় যে কেউ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য
সংগ্রহ করতে পারবেন।
টিসিবির চট্টগ্রাম অফিসপ্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম বলেন,
‘চট্টগ্রামসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (গতকাল) থেকে
শুরু হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল। কিন্তু
কার্ডগুলো চালু না হওয়ায় উন্মুক্তভাবে ট্রাকে পণ্য বিক্রি হবে। স্মার্ট ফ্যামিলি কার্ড
চালু না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।’

জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

চট্টগ্রামে ২০ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ।
দীর্ঘ এক মাস পর চট্টগ্রামে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং
করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নগরের ২০ পয়েন্টে বিক্রি হবে পাঁচ ধরনের পণ্য।
মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, ছোলা ও খেজুর- এই পাঁচ পণ্য কিনতে পারবেন নিম্ন
আয়ের মানুষ। পুরো প্যাকেজটি কিনতে একজন ভোক্তাকে গুনতে হবে ৬৬৫ টাকা। তবে
আধা কেজি খেজুর কেনার সুযোগ রয়েছে। সেই হিসাবে দাম পড়বে ৫৮৭ টাকা ৫০
পয়সা।
টিসিবির ট্রাকে ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে ১ কেজি চিনি,
প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা
ও এক কেজি খেজুর ১৫৫ টাকায় পাওয়া যাবে। তবে আধা কেজি খেজুর কিনলে দাম পড়বে
৭৭ টাকা ৫০ পয়সা।
জানা গেছে, নিত্যপণ্যের দাম বেড়ে গেলে গত বছরের ২৪ অক্টোবর থেকে চট্টগ্রাম
মহানগরের ২০ পয়েন্টে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। গত ৩১ ডিসেম্বর বন্ধ করে দেওয়া
হয় বিক্রি কার্যক্রম। সেই হিসাবে ১ মাস ৯ দিন পর গতকাল সোমবার থেকে আবারও পণ্য
বিক্রি শুরু করেছে টিসিবি। নগরীর ২০টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলের মাধ্যমে
টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ২০০ জন পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের
মাধ্যমে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু স্মার্ট
ফ্যামিলি কার্ড অ্যাকটিভ না হওয়ায় নগরীতে উন্মুক্ত ট্রাকসেলের মাধ্যমে টিসিবির
পণ্য বিক্রি শুরু হয়েছে। উন্মুক্ত হওয়ায় যে কেউ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য
সংগ্রহ করতে পারবেন।
টিসিবির চট্টগ্রাম অফিসপ্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম বলেন,
‘চট্টগ্রামসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (গতকাল) থেকে
শুরু হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল। কিন্তু
কার্ডগুলো চালু না হওয়ায় উন্মুক্তভাবে ট্রাকে পণ্য বিক্রি হবে। স্মার্ট ফ্যামিলি কার্ড
চালু না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে।’