গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাটাই বন্ধ, বকেয়া টাকা পরিশোধ সহ ১৬ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্রাউন উল ওয়্যার কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে মাওনা এলাকার মাওনা – কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছে শ্রমিকেরা। কারখানার শত শত নারী-পুরুষ শ্রমিক এই বিক্ষোভে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের ২০২৩-২৪ সালের ছুটির টাকা বাকি পড়ে আছে। এ ছাড়া ঈদ বোনাস, টিফিন বিল , হাজিরা বোনাস দেওয়ার দাবি করে আসছেন শ্রমিকরা। অপরদিকে যখন-তখন শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সাথে খারাপ আচরণ বন্ধ করা ও খারাপ আচরণের দায়ে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি তুলেছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের একজন আমেনা খাতুন বলেন, ‘আমাদের বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা করছেন না।’ অপর শ্রমিক মো. শরিফুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সাথে কারখানার কিছু কর্মকর্তা অত্যান্ত বাজে আচরণ করেন। এসব বন্ধ করে এসব বন্ধ করে, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান করছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ এ এস এম আব্দুন নূর বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা সেখানে উপস্থিত হয়েছি। দুই পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
শিরোনাম
শ্রীপুরে বিভিন্ন ১৬ দফা দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধ
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 71
জনপ্রিয় সংবাদ





















