০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামীলীগ সমর্থিত সুবিধাবাদী ব্যাবসায়ী হিসেবে পরিচিত ইট ভাটার মালিক মনিরুজ্জামান মনা। বিষয়টি নিয়ে এলাকায় ব‍্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পতিত স্বৈরাচার ও ফ‍্যাসিস্ট এর দোসররা এখনো দাপট দেখিয়ে কিভাবে সরকারি জায়গা দখল করছে, সে ব্যাপারে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের একটি ছোট ব্রীজের মুখে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গার অনেকটা অংশ জুড়ে দখলের উদ্দেশ্যে মেসি গাড়িতে করে অন্য জায়গা থেকে মাটি এনে নীচু জায়গা ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে উক্ত জায়গায় মাটি ভরাটকারী ব্যক্তি মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে তার ফসলের আবাদী জমি রয়েছে, তাই সে সামনের জায়গা ভরাট করে নিচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কোন দপ্তরের অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তোর দিতে পারেননি।
বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন এবং মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। ঘটনাস্থলের পাশে মনিরুজ্জামান মনার কোন জমি আছে কিনা জানতে চাইলে সার্ভেয়ার বলেন, মাটি ভরাটকারী ইট ভাটা মালিক মনিরুজ্জামান মনা এ বিষয়ে আমাকে কিছুই জানাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
দিনাজপুরের বিরামপুরে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা ও আওয়ামীলীগ সমর্থিত সুবিধাবাদী ব্যাবসায়ী হিসেবে পরিচিত ইট ভাটার মালিক মনিরুজ্জামান মনা। বিষয়টি নিয়ে এলাকায় ব‍্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পতিত স্বৈরাচার ও ফ‍্যাসিস্ট এর দোসররা এখনো দাপট দেখিয়ে কিভাবে সরকারি জায়গা দখল করছে, সে ব্যাপারে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনের দক্ষিণে আঞ্চলিক মহাসড়কের একটি ছোট ব্রীজের মুখে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গার অনেকটা অংশ জুড়ে দখলের উদ্দেশ্যে মেসি গাড়িতে করে অন্য জায়গা থেকে মাটি এনে নীচু জায়গা ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে উক্ত জায়গায় মাটি ভরাটকারী ব্যক্তি মনিরুজ্জামান মনা মুঠোফোনে জানান, মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে তার ফসলের আবাদী জমি রয়েছে, তাই সে সামনের জায়গা ভরাট করে নিচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কোন দপ্তরের অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তোর দিতে পারেননি।
বেআইনিভাবে সরকারি জায়গায় মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন এবং মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। ঘটনাস্থলের পাশে মনিরুজ্জামান মনার কোন জমি আছে কিনা জানতে চাইলে সার্ভেয়ার বলেন, মাটি ভরাটকারী ইট ভাটা মালিক মনিরুজ্জামান মনা এ বিষয়ে আমাকে কিছুই জানাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।