রাজারহাট উপজেলায় এক বাড়িতে অগ্নিকাণ্ডে পুরো বাড়ি সহ আইরিন নামের তিন বছরের এক শিশু কন্যা পুড়ে ছাই হবার ঘটনা ঘটেছে। নিহত আইরিন হান্নান আলীর পুত্র আল আমিনের কন্যা। প্রত্যক্ষদর্শীরা বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। শুক্রবার ১৪ই ফেব্রুয়ারী রাত দশটার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কদমের তল এলাকার চা দোকানী হান্নান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় শোকে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম বলেন হান্নান আলী ও তার পরিবারের লোকজন পাশ্ববর্তী স্থানে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চলে যায়। যাবার সময় শিশু আইরিনকে ঘুমন্ত অবস্থায় ঘরে তালাবদ্ধ করে রেখে ওয়াজ মাহফিলে গেলে ঘরে আগুন লেগে পুরো বাড়ি সহ শিশুটি পুড়ে মারা যায়। আরেক স্থানীয় বাসিন্দা সামিউল ইসলাম বলেন আগুন লাগার সাথে সাথে পাশের বাড়ির এক বৃদ্ধা চিৎকার করলে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে পাশে ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজের কারণে লোকজন প্রথমে ঠিকমতো বুঝতে পারেনি। স্থানীয়দের পাশাপাশি অগ্নিকান্ডের খবর পেয়ে রাজারহাট ফয়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে শিশু আইরিন ও বাড়ির ঘর সহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়। আব্দুল হান্নান জানান অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
শিরোনাম
রাজারহাটে অগ্নিকাণ্ডে এক শিশু সহ পুরো বাড়ি ভস্মীভূত
-
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 299
জনপ্রিয় সংবাদ




















