১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে আলুর বাম্পার ফলন! দাম কম হওয়ায় কৃষকরা হাতাশ

নওগাঁর বদলগাছীতে আলুর বাম্পার ফলন হলেও দাম কম হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে বলে কৃষকদের ভাষ্যে জানা গেছে। চলতি আলু মৌশুমে বদলগাছী উপজেলায় ৭ হাজার ৩শ ২০ ( ২ হাজার ৪শ ৪০ হেক্টর ) বিঘা জমিতে দেশী পাকড়ী, কাটি লাল ও হলান্ড সাদা আলুসহ বিভিন্ন জাতের আলু  চাষা-আবাদ করা হয়েছে। প্রতি বিঘায় দেশী পাকড়ী ৫০মন এবং কাটিলাল ৬০মন ও হলান্ড সাদা আলু ৭০থেকে ৮০মন হারে উৎপাদন হয়েছে বলে ঝাড়ঘরিয়া গ্রামের কৃষক মোঃ ছিদ্দিক আলী জানান। একই গ্রামের কৃষক মোঃ ফজলুর রহমান, শ্রী অনিল চন্দ্র মন্ডল সহ অন্যান্য কৃষকরা বলেন প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে ২৫/৩০ হাজার টাকা খরচ হয়েছে। তারা আরও বলেন দেশী পাকড়ী আলু ৫০০ টাকা মন এবং কাটিলাল আলু ৩০০ টাকা মন, হলান্ড আলু ৪০০ টাকা মন দরে বেচা কেনা করা হচ্ছে। ফলে কৃষকরা লাভবান না হতে পেরে সার, কিটনাশক এর বাঁকী পরিশোধ করা ও ইরি ধান চাষাবাদসহ সংসার পরিচালনা করা নিয়ে হতাশ হয়ে পড়েছে। বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, এবার আবহাওয়া ভাল থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। তিনি আরো জানান চাহিদার চেয়ে বেশী আলু উৎপাদন জনিত কারণে এবং কৃষকদের আলু সংরক্ষনের ব্যবস্থা না থাকায় আলু বিক্রি করতে গিয়ে মূল্য কম পাচ্ছেন। এছাড়ও তিনি বলেন ২/৩ মাসের জন্য আলু সংরক্ষণ করে পর্যায়ক্রমে বিক্রি করার জন্য তারা কৃষকদের পরামর্শও দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

বদলগাছীতে আলুর বাম্পার ফলন! দাম কম হওয়ায় কৃষকরা হাতাশ

আপডেট সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর বদলগাছীতে আলুর বাম্পার ফলন হলেও দাম কম হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে বলে কৃষকদের ভাষ্যে জানা গেছে। চলতি আলু মৌশুমে বদলগাছী উপজেলায় ৭ হাজার ৩শ ২০ ( ২ হাজার ৪শ ৪০ হেক্টর ) বিঘা জমিতে দেশী পাকড়ী, কাটি লাল ও হলান্ড সাদা আলুসহ বিভিন্ন জাতের আলু  চাষা-আবাদ করা হয়েছে। প্রতি বিঘায় দেশী পাকড়ী ৫০মন এবং কাটিলাল ৬০মন ও হলান্ড সাদা আলু ৭০থেকে ৮০মন হারে উৎপাদন হয়েছে বলে ঝাড়ঘরিয়া গ্রামের কৃষক মোঃ ছিদ্দিক আলী জানান। একই গ্রামের কৃষক মোঃ ফজলুর রহমান, শ্রী অনিল চন্দ্র মন্ডল সহ অন্যান্য কৃষকরা বলেন প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে ২৫/৩০ হাজার টাকা খরচ হয়েছে। তারা আরও বলেন দেশী পাকড়ী আলু ৫০০ টাকা মন এবং কাটিলাল আলু ৩০০ টাকা মন, হলান্ড আলু ৪০০ টাকা মন দরে বেচা কেনা করা হচ্ছে। ফলে কৃষকরা লাভবান না হতে পেরে সার, কিটনাশক এর বাঁকী পরিশোধ করা ও ইরি ধান চাষাবাদসহ সংসার পরিচালনা করা নিয়ে হতাশ হয়ে পড়েছে। বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, এবার আবহাওয়া ভাল থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। তিনি আরো জানান চাহিদার চেয়ে বেশী আলু উৎপাদন জনিত কারণে এবং কৃষকদের আলু সংরক্ষনের ব্যবস্থা না থাকায় আলু বিক্রি করতে গিয়ে মূল্য কম পাচ্ছেন। এছাড়ও তিনি বলেন ২/৩ মাসের জন্য আলু সংরক্ষণ করে পর্যায়ক্রমে বিক্রি করার জন্য তারা কৃষকদের পরামর্শও দিচ্ছেন।