গাজীপুরের শ্রীপুর উপজেলার শিড়িশগুড়ি গ্রামে একটি বসতবাড়িতে ডাকাতি করেছে সঙ্ঘবদ্ধ ডাকাত দল। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে ডকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ির সদস্যদের হাতগ-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কর নেয়। পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে বসতবাড়ির রান্না ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে বাদল মিয়ার কক্ষে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন লুট করে নেয়। এক পর্যায়ে পাশের আরও দুটি ঘরেও প্রবেশের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন জানাজানি হয়ে গেলে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ডাকতরা পালিয়ে যায়। বাড়ির মালিক বাদল মিয়া বলেন, ঘরের ভেতর ৫ জন প্রবেশ করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ২২ বছর। দুজনের মুখ খোলা ছিল বাকি তিনজন মুখোশ পড়া অবস্থায় ছিল। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। ওই থানার উপ পরিদর্শক কুদ্দুস মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে আলামত পেয়েছি। বিষয়টির তদন্ত চলমান।
শিরোনাম
বসতবাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 35
জনপ্রিয় সংবাদ





















