মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে ভয়ঙ্কর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৬০ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী উসমান (৪২), যিনি মানিকগঞ্জের সিংগাইর থানাধীন গোবিন্দল জামটি বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী, চুয়াডাঙ্গার একটি জুয়েলার্সে ৬০ ভরি স্বর্ণ পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। গত ১৮ অক্টোবর সকাল ৯টার দিকে তিনি সিএনজি যোগে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় অভিযুক্ত মোঃ নুর নবী ওরফে নুহু নবী (৪২) তার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেন এবং উথুলী বাসস্ট্যান্ডে এসে দেখা করার জন্য বলেন। উসমান সেখানে পৌঁছালে তাকে ভাই ভাই হোটেলে খাওয়ানোর পর রিকশায় তুলে দেন।
উসমান যখন বোয়ালী বড় ব্রিজের পূর্ব পাশে পৌঁছান, তখন তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে উসমানকে ভয়ভীতি দেখায় এবং তার কাছে থাকা স্বর্ণ অবৈধ বলে দাবি করে। একপর্যায়ে জোরপূর্বক ৬০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে আরিচার দিকে পালিয়ে যায়।
ভয়ে কিংকর্তব্যবিমূঢ় উসমান তখন কাউকে কিছু না বলে মালিকের দোকানে ফিরে যান এবং ঘটনাটি জানান। পরে পরিবারের পরামর্শে তিনি শিবালয় থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত মোঃ নুর নবী ওরফে নুহু নবীকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-৯, জি আর নং-১৫৯, তারিখ- ২১ অক্টোবর ২০২৪) এবং পেনাল কোড ১৮৬০-এর ১৭০/৩৪১/৩৯২/৫০৬/৩৪ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, বাকিদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। ব্যবসায়ীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















