০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে অনুষ্ঠিত হবে School of Happiness’র উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে School of Happiness এর উদ্যোগে ‘Way to Well-being’- মানসিক সুস্থতার পথে এক ধাপ এগিয়ে এই শিরোনামে একটি ব্যতিক্রমী মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কর্মসূচি আয়োজন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ অডিটোরিয়াম এই আয়োজন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আয়োজনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন School of Happiness- এর প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মো. আশরাফুল ইসলাম, তাহমিনা আফরোজ, ইমতিয়াজ জাবেদ, শেখ সিয়াম আজাদসহ আরও অনেকে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বাড়ছে, যা আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় ‘Way to Well-being’ একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরামর্শ, বাস্তবসম্মত কৌশল ও সহমর্মিতার অভিজ্ঞতা অর্জন করবেন।
এই প্রোগ্রামের মূল আকর্ষণ হিসেবে থাকবে সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেস ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে আলোচনা, অংশগ্রহণকারীদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্বীকৃতি ও উপহার।
School of Happiness-এর প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ জানান “আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা ও লজ্জার কারণে অনেকেই সঠিক সময়ে সাহায্য নেন না। এই উদ্যোগ সেই বাধাগুলো ভাঙতে কাজ করবে এবং মানুষকে সুস্থ, সুখী ও অর্থবহ জীবনযাপনে সহায়তা করবে।”
উল্লেখ্য, School of Happiness সংগঠনটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরীর লক্ষ্যে ৭ জন শিক্ষার্থীর উদ্যোগে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়।
জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

চবিতে অনুষ্ঠিত হবে School of Happiness’র উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কর্মসূচি

আপডেট সময় : ০১:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে School of Happiness এর উদ্যোগে ‘Way to Well-being’- মানসিক সুস্থতার পথে এক ধাপ এগিয়ে এই শিরোনামে একটি ব্যতিক্রমী মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কর্মসূচি আয়োজন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ অডিটোরিয়াম এই আয়োজন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আয়োজনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন School of Happiness- এর প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মো. আশরাফুল ইসলাম, তাহমিনা আফরোজ, ইমতিয়াজ জাবেদ, শেখ সিয়াম আজাদসহ আরও অনেকে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বাড়ছে, যা আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় ‘Way to Well-being’ একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরামর্শ, বাস্তবসম্মত কৌশল ও সহমর্মিতার অভিজ্ঞতা অর্জন করবেন।
এই প্রোগ্রামের মূল আকর্ষণ হিসেবে থাকবে সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেস ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে আলোচনা, অংশগ্রহণকারীদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্বীকৃতি ও উপহার।
School of Happiness-এর প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ জানান “আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা ও লজ্জার কারণে অনেকেই সঠিক সময়ে সাহায্য নেন না। এই উদ্যোগ সেই বাধাগুলো ভাঙতে কাজ করবে এবং মানুষকে সুস্থ, সুখী ও অর্থবহ জীবনযাপনে সহায়তা করবে।”
উল্লেখ্য, School of Happiness সংগঠনটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরীর লক্ষ্যে ৭ জন শিক্ষার্থীর উদ্যোগে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়।