চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডা দরবার শরীফ এলাকার বড় বাড়ীর মোহাম্মদ হাসানের পুত্র কামরুল ইবনে হাসান (৩৯) ও একই উপজেলার পাইন্দং ইউনিয়নের এলাকার বাসিন্দা মো. ভুট্টু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উল্লেখিত স্থানে ফটিকছড়িমুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার (চট্টগ্রাম – থ ১৪-২৭৮৬) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীর মধ্যে কামরুল ইবনে হাসান নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসা অবস্থায় ভুট্টু নামে আরেক যাত্রীর মৃত্যু হয়।
রাউজান গহিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















