চট্টগ্রামের হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “প্রভাতফেরি” উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এন সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এদিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাটহাজারী উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসলাম পারভেজ,শ্যামন নাথ,বোরহান উদ্দিন,রিমন মুহুরী,সুমন পল্লব,আবুল মনসুর,মোঃ সাহাব উদ্দিন সাইফ,মোঃ ওসমান,মোঃ মহিউদ্দিন,মোঃ এরশাদ,আবিদুল ইসলাম,নয়ন চৌধুরী প্রমুখ।





















