নওগাঁয় নিরাপদ পুষ্টিগুন সমৃদ্ধ চাল উৎপাদন ও প্রক্রিয়াজাত করণে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও পরিচ্ছন্ন উৎপাদনের উত্তম চর্চার উপর এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি (সোমবার) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে পিকেএসএফের অর্থায়নে ও জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্টের (জেআরডিএম) আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর ও পরিবেশসম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে স্মার্ট প্রকল্প গৃহিত হয়েছে। প্রকল্পটি নওগাঁর সদর ও মহাদেবপুর উপজেলার নিরাপদ পুষ্টিগুন সমৃদ্ধ চাল উৎপাদন ও প্রক্রিয়াজাত করণে এবং রাইচ মিল খাতে অন্তর্ভুক্ত ৩শত ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে বাস্তবায়ন করা হবে। কর্মশালায় মুখ থুবরে পড়া বিশেষ করে ছোট ছোট চাতালগুলোকে কিভাবে আধুনিকায়নের মাধ্যমে পুষ্টিগুন সম্পন্ন চাল উৎপাদনে ফিরে আনা যায় এবং পরিবেশের ক্ষতি না করে কিভাবে পিছিয়ে পড়া হাসকিং চাতালগুলোকে আরো লাভজনক ভাবে কাজে ফিরিয়ে আনা যায় ইত্যাদি বিষয়ের উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেআরডিএমের কর্মসূচি ব্যবস্থাপক সেলিম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেআরডিএমের সিনিয়র সহকারি পরিচালক (প্রকল্প) কৃষিবিদ এন এম ওয়ালিউজ্জামান। প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন জেআরডিএমের স্মার্ট রাইস প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ বোরহান উদ্দিন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক নাজমুল হোসাইন প্রমুখ। এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, সদর ও মহাদেবপুর উপজেলার চাতাল ব্যবসায়ী, কৃষক, কৃষাণী, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।





















